ঈদ মোবারক কবিতা স্ট্যাটাস 2022
আমরা আপনাদের জন্য এখানে কিছু ঈদ মোবারক কবিতা স্টেটাস শুভেচ্ছা বাণী সংগ্রহ করেছি। যেগুলোর মাধ্যমে আপনার প্রিয়জনদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নিজেকে আরো প্রিয় করে তুলতে পারবেন আশা করছি।
আপনাদের সুবিধার্থে প্রতিটি কবিতা আলাদা আলাদা করে পোস্ট করে দিয়েছি। আশা করছি এই ঈদ মোবারক কবিতা স্ট্যাটাস গুলো আপনার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ঈদ মোবারক স্ট্যাটাস গুলো আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন।

ঈদ মোবারক কবিতা স্ট্যাটাস: ১ (বাকা চাঁদ)
নীল আকাশে ঈদ এর চাঁদ,
ঈদের আগে চাঁদনী রাত।
ঈদ হল খুশির দিন,
দাওয়াত রইলো ঈদের দিন।
ভালো থেকো সীমাহীন,
বাকা চাঁদের হাসিতে,
দাওয়াত দিলাম আসিতে।
আসতে যদি না পারো
ঈদ মোবারক গ্রহন করো।
ঈদ-এর দিন টা তোমার হোক রঙিন
ঈদ মোবারাক!!!
ঈদ মোবারক কবিতা স্ট্যাটাস: ২ (সালাম)
এই এসএমএস, যার কাছে যাবি,
যাকে পাবি, তাকেই আমার সালাম দিবি,
লাল গোলাপের ভালোবাসা দিয়ে,
ঈদের দাওয়াত জানাবি,
আর মিষ্টি করে বলবি ঈদ মোবারক
বলছি আমি আমার কথা,
ঈদে থাকবে নাকো মনের ব্যাথা,
আমার জীবনে অনেক চাওয়া,
ঈদ থেকে সব পাওয়া,
ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা,
ঈদ মোবারক!!!
ঈদ মোবারক কবিতা স্ট্যাটাস: ৩ (ঈদ এর চাঁদ)
চাঁদ উঠেছে, ঈদ এর চাঁদ
খুশীর বার্তা নিয়ে
সেই খুশিতে মোদের বাড়ি
দাওয়াত দিলাম আসিতে
রং লেগেছে মনে
মধুর এই ক্ষনে
তোমায় আমি রাঙ্গিয়ে দেবো
ঈদের এই দিনে
শুভ ঈদ মোবারাক!!!
ঈদ মোবারক কবিতা স্ট্যাটাস: ৪ (ঈদের দিন)
আজ দু:খ ভুলার দিন,
আজ মন হবে যে রঙ্গিন।
আজ প্রান খুলে শুধু গান হবে,
আজ সুখ হবে সিমাহীন।
তার একটাই কারন,
আজ যে ঈদের দিন।
ঈদ মোবারাক!!!
ঈদ মোবারক কবিতা স্ট্যাটাস: ৫ (দেখা দিল ঈদের চাঁদ)
দেখা দিল ঈদের চাঁদ দূরের আকাশ কোলে-
মনে আছে যত ব্যথা সব যাবো আজ ভুলে।
সকাল হলে গোসল সেরে সুগন্ধি মেখে গায়ে-
হাতে হাত রেখে পায়ে পায়ে হেঁটে যাবো ঈদ গাঁয়ে।
মানুষে মানুষে থাকেনা যেনো কোনো ভেদাভেদ-
খোদা তুমি দূর করে দিও মনের জমানো ক্ষেদ।
সবে মিলে গাইবো আজ মহা আনন্দের গীত-
সালাম জানাই সকলকে আজকে মহান ঈদ।
চাদ নজরে এসেছে খুশিতে মন মেতেছে-
রোজাদার মোমিন মোমিনার হয়েছে আজ জিত।
ঈদ মোবারক!!!
ঈদ মোবারক কবিতা স্ট্যাটাস: ৬ (আকাশের বুকে চাঁদ উঠেছে)
আকাশের বুকে চাঁদ উঠেছে
সেজেছে নগরী সড়ক।
সবার আগে জানাই তোমায়
পবিত্র ঈদ মোবরক।
চারিদিকে আজ খুশির জোয়ার
হৃদয় মিলে হবে একাকার-
ফুলে ফুলে বনে বনে চাঁদ উঠেছে গগনে
মহামিলন হবে খুশির ঈদের আয়োজনে।
নিরবতা নিয়ে ভালোবাসা এলো মনে
অনুরাগে আজ ভেসে যাবো দুজনে।
মিষ্টি সুখের আসা লাগুক শুধু প্রাণে-
ঈদ মোবারক!!!
ঈদ মোবারক কবিতা স্ট্যাটাস: ৭ (নতুন চাঁদ)
নতুন চাঁদের আগমনে,
সাড়া জাগলো এ মনে,
ঈদ এলো পবিত্র দিনে,
দুঃখ বেদনা ভুলে গিয়ে,
এনজয় করো ইদের দিনে ,
দাওয়াত দিলাম তোমার তরে,
পারলে এসো আমার ঘরে,
ঈদ মোবারাক!!!
ঈদ মোবারক কবিতা স্ট্যাটাস: ৮ (ঈদের হাসি)
যেদিকে তাকাই ফুলের হাসি মধুর বাঁশি বাজে মনে
এ কোন সুখে মন ভরে যায় রঙ ছড়ায় দুই নয়নে।
এলে তুমি আমার জিবনে এলো খুশি মন কাননে
ঈদের পরশে মনের হরষে জাগে প্রেম হৃদয় কোনে।
কতো কথা মনেতে জমা চাঁদ হাসে ওই দূর গগনে
মনে হয় সব বলে দিই তোমায় মধুর এই মহালগণে।
ঈদ মোবারক!!!
ঈদ মোবারক কবিতা স্ট্যাটাস: ৯ (ঈদের খুশি)
আজকে খুশির বাঁধ ভেঙেছে,
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে
শাওআলের চাঁদ ওই উকি দিয়েছে,
সবার ঘরে আজ ঈদ এসেছে
সেই দিন আর নয় বেশি দূর,
রমযান শেষ হলে
কাটবে অপেখখার ঘোর।
ঈদ মোবারক!!!
ঈদ মোবারক কবিতা স্ট্যাটাস: ১০ (হৃদয়ে ঈদ)
ঝিকি মিকি তারা জ্বলে আকাশের আঁচলে
কতো কথা আছে লেখা দুচোখের কাজলে।
চাঁদ রাতের জোছনা লুকিয়ে কি রাখা যায়
মনেরি কামনা হৃদয়ে কি বেঁধে রাখা যায়।
মন দিয়ে মন হলে তুমি আমার আপন
প্রিয় তুমি কেনো করলে এমন।
হৃদয়ে আছে লেখা শুধু নাম যে তোমার
স্বপ্ন রাতের দেশে তুমি চাঁদ যে আমার।
কথা নয় ঈদের দিন শুধু চেয়ে থাকবো
দুজনার মুখ চেয়ে দুজনেতে ভাববো।
চাঁদের আলোতে হাসবে দূরের গগন
তুমি আমার আপন ছিলে থাকবে আপন।
ঈদ মোবারক!!!
অগ্রিম ঈদ মোবারক স্ট্যাটাস
ঈদ কার্ড দিতে পারলাম না
তুমি দূরে বলে
মুখে বলতে পারলাম না
নাম্বার নাই বলে,
তাই তোমাকে বলছি সুন্দর হোক
তোমার ঈদের দিন,
দাওয়াত রইলো অগ্রিম।
চিঠি দিয়ে নয় “ফুল দিয়ে নয়”
কার্ড দিয়ে নয় “কল দিয়ে নয়”
মনের গহীন থেকে মিষ্টি SmS দিয়ে
জানাই সবাই কে “অগ্রিম ঈদের শুভেচছা”
ঈদ মোবারক!!!
আরও দেখুনঃ ১০০+ ঈদের অগ্রিম শুভেচ্ছা এসএমএস ২০২২
আসছে সবার খুশির দিন!
নতুন জামা কিনে নিন,
সময় নেই বেশি দিন|
দাওয়াত রইল অগ্রিম,
আসবেন কিন্তু ঈদের দিন,
অপেক্ষায় থাকবো সারাদিন।