ডিজিটাল মার্কেটিং এর সব সোর্স মিলিয়ে একটি কোর্স:-

Marketer Rashed
1 min readMar 8, 2021

ডিজিটাল মার্কেটিংয়ের উপরে বর্তমানে বাংলাদেশে হাজারটারও বেশি কোর্স রয়েছে। এত্ত সব কোর্স থাকার কারণ কি জানেন? হুম, খুব কম কোর্সই আছে, যেখানে একটি কোর্সয়ের মাধ্যমে ডিজিটাল মার্কেটিংটাকে পরিপূর্ণ ভাবে শেখানো হয়েছে। বাংলাদেশের প্রায় ৯৫% প্রতিষ্ঠানেই ডিজিটাল মার্কেটিং কোর্সটিকে ভেঙ্গে ভেঙ্গে ৫-১০ টা কোর্স বানিয়ে শিক্ষায়। যেমন: এস.এই.ও কোর্স, ফেইসবুক মার্কেটিং কোর্স, ইউটিউব মার্কেটিং কোর্স ইত্যাদি ইত্যাদি। অথচ এ-সবগুলো মিলিয়েই ডিজিটাল মার্কেটিং কোর্স। তাই আমাদের কাছে পাচ্ছেন- “ডিজিটাল মার্কেটিং এর যত সোর্স সব মিলিয়ে একটি কোর্স”

ডিজিটাল মার্কেটিং এর সব সোর্স মিলিয়ে একটি কোর্স:-
বর্তমান সময়ে আপনি যে ব্যবসাই করেননা কেন এতে সফল হতে হলে আপনাকে অবশ্যই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটা ভালো জ্ঞান থাকতে হবে- কেননা মার্কেটিং হচ্ছে একটি ব্যবসায়ের সফলতার মেরুদন্ড, আর বর্তমান সময়ে মার্কেটিঙের ৯০ ভাগ সেক্টর দখল করে আছে ডিজিটাল মার্কেটিংই। কিছুদিন পরে হয়তো এটি শতভাগ হয়ে যাবে।

তাই আমরা প্রায় ৫ বছর যাবৎ সফলতার সাথে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে আসছি। ইদানিং সার্ভিসের পাশাপাশি প্রশিক্ষণও দিচ্ছি। তাই প্রশিক্ষণ হোক বা সার্ভিস হোক যেটির প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।

--

--

Marketer Rashed

I’m Marketer Rashed | Digital Marketer in Bangladesh. Over the last 4 years, I've been working as a senior Digital Marketing Manager. www.marketerrashed.com