ডিজিটাল মার্কেটিংয়ের উপরে বর্তমানে বাংলাদেশে হাজারটারও বেশি কোর্স রয়েছে। এত্ত সব কোর্স থাকার কারণ কি জানেন? হুম, খুব কম কোর্সই আছে, যেখানে একটি কোর্সয়ের মাধ্যমে ডিজিটাল মার্কেটিংটাকে পরিপূর্ণ ভাবে শেখানো হয়েছে। বাংলাদেশের প্রায় ৯৫% প্রতিষ্ঠানেই ডিজিটাল মার্কেটিং কোর্সটিকে ভেঙ্গে ভেঙ্গে ৫-১০ টা কোর্স বানিয়ে শিক্ষায়। যেমন: এস.এই.ও কোর্স, ফেইসবুক মার্কেটিং কোর্স, ইউটিউব মার্কেটিং কোর্স ইত্যাদি ইত্যাদি। অথচ এ-সবগুলো মিলিয়েই ডিজিটাল মার্কেটিং কোর্স।